চাঁদপুরে এক ইলিশ ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি

আড়াই কেজি ওজনের ইলিশ হাতে ব্যবসায়ী নবীর হোসেন- সমকাল
ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ১৫:২৩
চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৩ হাজার ৫০০ টাকায়। সোমবার সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের পাইকারি আড়তে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এই ইলিশটি নিলামে তোলা হয়।
জানা যায়, মেঘনায় ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি সোমবার বড় স্টেশন মাছঘাটে উত্তম দাসের আড়তে আনেন জেলেরা। সেখানে নিলামে ১৫ ব্যবসায়ী অংশ নেন। পরে সর্বোচ্চ ১৩ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন নবীর হোসেন নামে এক ব্যবসায়ী।
নবীর হোসেন সমকালকে বলেন, বেলা ১১টার দিকে মাছটি আমি কিনি। তার আনুমানিক ৩ ঘণ্টা পরে দুপুর ২টার দিকে ঢাকা থেকে আসা একজন ক্রেতার কাছে আমি মাছটি বিক্রি করি ১৩ হাজার ৫০০ টাকায়।’ তিনি বলেন, ‘দুই কেজি ওজনের আরেকটি ইলিশ আছে আমার কাছে। সেটা বিক্রি করতে চাই ১০ হাজার টাকায়।’
ওই মাছ ব্যবসায়ী আরো জানান, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন। যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছিলেন।