ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা-ছেলে আটক

ছবি-সংগৃহীত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ১৭:৫১ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ১৮:১৩
লালমনিরহাটে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা-ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার বিকেলে শহরের হানিফ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক বাবা-ছেলে সনাতন ধর্মাবলম্বী এবং পেশায় নাপিত।
পুলিশ জানায়, গত শুক্রবার এক কিশোর চুল কাটাতে গেলে তাকে উদ্দেশ করে সেলুনমালিক ওই ব্যক্তি (৬৯) ধর্ম নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে রোববার যোহরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা সেলুনে গিয়ে তাকে জিজ্ঞাসা করে। পরে সেলুনের মালিক বাবা-ছেলেকে মারধর করে পুলিশে সোপর্দ করে উত্তেজিত লোকজন। এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হতে থাকে মুসল্লিরা। এ সময় উত্তেজিত লোকজন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী মিয়া বলেন, 'আটক দুজন এর আগেও ধর্ম নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ শুক্রবার তারা আবার একই কাজ করেন।' এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
- বিষয় :
- লালমনিরহাট
- ধর্ম নিয়ে কটূক্তি
- আটক