কেক কেটে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ফেসবুকে পোস্টের পর গ্রেপ্তার

রাজিয়া সুলতানা সম্পা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৯:১৪ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ২০:০৮
চাঁপাইনবাবগঞ্জে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ভিডিও ফেসবুকে পোস্টের পরদিন বিস্ফোরক আইনে মামলায় মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের শিয়ালা কলোনি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক রাজিয়া সুলতানা সম্পা জেলা মহিলা লীগের কোষাধ্যক্ষ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম।
পুলিশ জানায়, সুলতানা রাজিয়া শম্পা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে কেক কাটছেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, কেক কাটার পর বিভিন্ন দোকানে গিয়ে সেই কেক খাওয়াচ্ছেন। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম বলেন, জেলার পুরাতন স্টেডিয়ামে বাণিজ্য মেলা হচ্ছে। এতে বাচ্চাদের খেলনা বিক্রির জন্য স্টল বরাদ্দ নেন রাজিয়া সুলতানা সম্পা। সেই স্টলেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি, যা ফেসবুকে পোস্ট করেন।
জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘মেলার স্টলে মহিলা লীগের কোনো নেত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটেছেন জানতাম না। এত বড় বাণিজ্য মেলায় কে কোথায় কী করল তা জানা সম্ভব না।’
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- আওয়ামী লীগ
- মহিলা আওয়ামী লীগ