লালমনিরহাটে ‘মব সন্ত্রাস’
হেনস্তার শিকার বাবা ও ছেলের নিরাপত্তা দেবে প্রশাসন

ম্যাপ
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০২:৫৫
ধর্মীয় কটূক্তির অভিযোগে লালমনিরহাটে হেনস্তার শিকার হিন্দু বাবা-ছেলেসহ পরিবারটির নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। একই সঙ্গে তাদের স্বাধীনভাবে ব্যবসা পরিচালনায় সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
‘মব সন্ত্রাসের’ মাধ্যমে হেনস্তা শেষে পুলিশে দেওয়ার ঘটনায় গতকাল বুধবার শহরের গোশালা সোসাইটি চত্বরে স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার শরীফ উদ্দিন, পুলিশ সুপার তরিকুল ইসলাম, লালমনিরহাট সেনা ক্যাম্পের মেজর আমির হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরা লাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন বাবু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ পরিষদের সভাপতি গুরু চরণ, সাধারণ সম্পাদক অনিন্দ্য কুমার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শিবেন্দ্র নাথ রায় শিবু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নেতারা। হিন্দু সম্প্রদায়ের নেতা শিবেন্দ্র নাথ রায় শিবু জানান, প্রশাসনের পদক্ষেপে তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এলাকাবাসীকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘অপরাধের ঘটনায় আইন প্রয়োগের জন্য পুলিশ ও আদালত রয়েছে। হেনস্তার শিকার হিন্দু পরিবারকে নিরাপত্তা দেওয়া হবে। তারা যাতে স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সেজন্য এলাকাবাসীকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’
- বিষয় :
- লালমনিরহাট