ছেলে-সহযোগীসহ গ্রেপ্তার সাবেক কাউন্সিলর হান্নান

গাজীপুরের টঙ্গী থেকে দুই ছেলে ও সহযোগীসহ গ্রেপ্তার হান্নান সরকার। ছবি: সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০৪:৪৮
আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে নারায়ণগঞ্জের বন্দরে দুই বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক কাউন্সিলর হান্নান সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তাঁর ছেলে জুনায়েদ (২৬), ফারদিন (২২) ও ঘনিষ্ঠ সহযোগী বাবু শিকদার ওরফে জুয়াড়ি বাবুকে (৪০)।
গতকাল বুধবার সকালে গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জেলা পুলিশ। এ নিয়ে দুটি হত্যা মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র জানায়, ২১ জুন রাতে সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে উপজেলার রেললাইন অটোরিকশা স্ট্যান্ড এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন রাজমিস্ত্রি আব্দুল কুদ্দুস (৭০)। তিনি সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশার পক্ষের লোক। কুদ্দুস হত্যায় জড়িত থাকার অভিযোগে রাতেই হত্যার শিকার হন মেহেদী হাসান (৩৫)।
কুদ্দুসের মেয়ে রোখসানা আক্তার ২২ জুন রাতে বন্দর থানায় হত্যা মামলা করেন। এতে বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক কাউন্সিলর হান্নান সরকারকে ‘হুকুমের আসামি’ করা হয়। বাবু শিকদারসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ৩০ জনকে। পরদিন দুপুরে মেহেদীর ভাই সালাউদ্দিন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩০-৩২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলা দুটির এজাহারেই হত্যাকাণ্ডের কারণ হিসেবে বন্দর রেললাইন, হাফেজীবাগ ও সালেহনগর এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয়কে উল্লেখ করা হয়। এজন্য সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও বাবু শিকদারের লোকজনের সঙ্গে সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশার পক্ষের জাফর-রনিদের দীর্ঘ দ্বন্দ্বের কথাও বলা হয়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, আব্দুল কুদ্দুস হত্যা মামলায় হান্নান সরকার ও অপর তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছেন।
- বিষয় :
- নারায়ণগঞ্জ