ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

নিরাপত্তা শঙ্কায় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী

নিরাপত্তা শঙ্কায় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী

ম্যাপ

 বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০৫:৪২

বিএনপি ও জামায়াত নেতাকর্মীর দ্বন্দ্বে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি ও পাঁচবাড়িয়া গ্রামবাসীর মধ্যে গত শুক্রবার থেকে সংঘর্ষ চলছে। হামলা ও গ্রেপ্তার এড়াতে অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে শতাধিক উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শাখারিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হলেন চালিতাবাড়ির বাসিন্দা এখলাস হোসেন মণ্ডল। তাঁর সঙ্গে আগস্টের পর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ তৈরি হয় জামায়াত কর্মী আব্দুল মান্নান ও সুজন মিয়ার। এর জেরে কয়েক দিন ধরে দু’পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। ককটেল হামলা হয়। উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদিকে এখলাস ও তাঁর অনুসারীদের চাঁদাবাজ ও সন্ত্রাসী আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবিতে গত রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পাঁচবাড়িয়া গ্রামবাসী। পরদিন সোমবার দু’পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। সোমবার রাতে দু’পক্ষ গ্রামের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘোষণা দেয়। লাঠিসোটা, বঁটি, দা ও হাঁসুয়া নিয়ে দু’পক্ষ প্রস্তুত। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় দু’পক্ষ পালিয়ে যায়। সেনাবাহিনী দেশি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে।

এ নিয়ে গতকাল বুধবার পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি চলছে। আজ বৃহস্পতিবার উচ্চ 
মাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষায় ওই দুই গ্রামের শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। তারা স্থানীয় জনতা ডিগ্রি কলেজ, বাঘোপাড়া হাজী দানেশ উদ্দিন ডিগ্রি কলেজ, চালিতাবাড়ি মাদ্রাসা ও শাখারিয়া কারিগরি কলেজের শিক্ষার্থী।

মারুফা আক্তার ও শাপলা আক্তার নামের দুই এইচএসসি পরীক্ষার্থী জানায়, আজ থেকে পরীক্ষা শুরু। দুই গ্রামের শতাধিক পরীক্ষার্থী হামলার শঙ্কায় আছে। অনেকে ভয়ে আগেই শহরে চলে গেছে। কেউ কেউ ঘর থেকে বের হওয়ারই সাহস পাচ্ছে না।

জামায়াত কর্মী সুজন মিয়া বলেন, এখলাস বাহিনী একের পর এক নিরীহ মানুষের ওপর হামলা করছে। তাদের বিরুদ্ধে কথা বললে হামলার শিকার হতে হয়।

শাখারিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি এখলাস মণ্ডল বলেন, আমার পক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ কিংবা হামলা করেনি। আওয়ামী লীগের পদধারীরা জামায়াতে যোগ দিয়ে ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন

×