ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

৯৯৯- এ ফোন পেয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করল পুলিশ 

৯৯৯- এ ফোন পেয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করল পুলিশ 

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১৪:২৫

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার রাতে শাজাহানপুর থানার বেতগাড়ী গ্রামে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে ফটকি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 
নিহতের নাম আনোয়ার হোসাইন (৩১)। তিনি নওগাঁর মান্দা উপজেলার দূর্গাপুর গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়ার শাজাহানপুর থানার সাজাপুর আকন্দপাড়ায় ভাড়া থাকতেন। পেশায় রেনেটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউটর। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক। 

পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয় এক ব্যক্তি মরদেহ দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়। পরে হাইওয়ে থানা পুলিশের একটি দল ভোর সাড়ে ৫টায় ঘটনাস্থলে যায়। সেখানে রোড এক্সিডেন্টের কোনো আলামত নেই।

প্রাথমিক তদন্তে দেখা যায়, নিহত আনোয়ারের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বুকের ডান পাশে ও নিচে, ডান হাতের কনুই এবং কব্জির মাঝামাঝি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

আরও পড়ুন

×