ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মেহেরপুরের রংমহল সীমান্ত দিয়ে ৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মেহেরপুরের রংমহল সীমান্ত দিয়ে ৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

রংমহল সীমান্ত এলাকা। ছবি-সমকাল

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১৪:৫০ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ১৬:২৯

মেহেরপুরের গাংনীতে নারী শিশুসহ ৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সকালে বিএসএফ সদস্যরা পুশইন করলে রংমহল ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। 

রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাশার বলেন, গাংনীর রংমহল সীমান্ত মেইন পিলার ১৩৭ দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিএসএফ সদস্যরা পুশইন করলে রংমহল বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় তাদের আটক করে। পরবর্তীতে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল জানান, ভারতে অনুপ্রবেশকারীদের নামে মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

গত দেড় মাসে নারী শিশুসহ ৭৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। তাদের অনেকেই এখন মেহেরপুর জেলা কারাগারে আছে।

আরও পড়ুন

×