ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান লুটুল গ্রেপ্তার

গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান লুটুল গ্রেপ্তার

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৭ জুন ২০২৫ | ১৬:১২

গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। চীন থেকে ফেরার পর গতকাল বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার সকালে তাকে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানা পুলিশ দুপুরে লুটুলকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবির হোসেনের আমলী কোর্টে তাকে হাজির করে।

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিরা ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।

সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া লুটুলের ভাই রুবেল ভূঁইয়া জানান, গত ৩০ এপ্রিল ব্যবসায়িক কাজে তিনি বাংলাদেশ থেকে চীনে যান। চীনের কাজ শেষে দুই মাস পরে বৃহস্পতিবার রাতে দেশে ফিরে আসেন। রাতেই বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। সকালে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

আরও পড়ুন

×