ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

রামেক হাসপাতালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু 

রামেক হাসপাতালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু 

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১৭:৫০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী খাতুন (২৭) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চলতি মৌসুমে ডেঙ্গুতে এটা দ্বিতীয় মৃত্যু। 

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নিহত ফেরদৌসী খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। গত সোমবার জ্বর ও শরীরে ব্যথাসহ ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর তার অবস্থা আরও খারাপ হলে বুধবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

তিনি আরও জানান, এ মৌসুমে হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ফেরদৌসীসহ দুজন মারা গেছেন। ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু। রোগীরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচজন রাজশাহীর, চারজন চাঁপাইনবাবগঞ্জের ও একজন নওগাঁ জেলার বাসিন্দা।

আরও পড়ুন

×