ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

সেতুর পাটাতন ভেঙে  যান চলাচল বন্ধ

ভূরুঙ্গামারীতে ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতুতে পাথরবোঝাই ট্রাক আটকে যায়। এতে পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায় সমকাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ২৩:৫১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রাকের ভারে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
সোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক সেতুর মাঝামাঝি এসে স্টিলের অংশে পাটাতন ভেঙে আটকে যায়। এতে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এইচএসসি পরীক্ষার্থীসহ অফিসগামী লোকজন ব্যাপক ভোগান্তিতে পড়েন। সেতুর দুই পাশে যানবাহনের লম্বা সারি দেখা গেছে। জরুরি প্রয়োজনে লোকজনকে নৌকায় পারাপার হতে দেখা গেছে।
১৮৮৭ সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইন স্থাপন করা হয়। তারই অংশ হিসেবে ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর ১ হাজার ২০০ ফুট দীর্ঘ সোনাহাট রেলসেতুটি নির্মাণ করা হয়। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সৈন্যদের প্রবেশ ঠেকাতে সেতুটির একটি অংশ ভেঙে দেওয়া হয়। স্বাধীনতার পর এরশাদ সরকারের আমলে সেতুটি মেরামত করে ভূরুঙ্গামারী দক্ষিণের তিন ইউনিয়ন ও কচাকাটা ও মাদারগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ সচল করা হয়। এর পর আর সংস্কার করা হয়নি।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিনের পুরোনো সেতুর পাটাতন ভেঙে গেছে। বিভিন্ন স্থানে লোহার পাত খুলে পড়েছে। বেশকিছু অংশে বড় বড় গর্ত। জরাজীর্ণ সেতুটি সংস্কার না করায় দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়েই যানবাহন ও পথচারীরা চলাচল করছিলেন। গতকাল সেতুটির পাটাতন ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েন স্থলবন্দরের ব্যবসায়ী, এইচএসসি পরীক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
এইচএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানান, পরীক্ষার হলে সকাল সাড়ে ৯টার মধ্যে পৌঁছতে হবে। রিজার্ভ অটোরিকশা নিয়ে এসে দেখি, সেতু বন্ধ। বাধ্য হয়ে হেঁটে যেতে হচ্ছে। 
অটোচালক জয়নাল মিয়া বলেন, চর ভূরুঙ্গামারীর নতুন হাট থেকে ৮ জন যাত্রী রিজার্ভ নিয়ে কুড়িগ্রামের উদ্দেশে রওনা করেছিলাম। এসে দেখি, সেতুতে ট্রাক আটকা পড়েছে। কোনো যানবাহন চলছে না। যাত্রীরা নেমে গেছেন। আজ আর গাড়ি চালিয়ে কোনো আয় হবে না। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম সমকাল প্রতিবেদককে বলেন, অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাকের কারণে সেতুর পাটাতন ভেঙে গেছে। মেরামতের কাজ চলছে। খুব দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন

×