বগুড়ায় উপবৃত্তির টাকা আত্মসাতের মামলায় মাদরাসার সুপার কারাগারে

ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মো. জাহাঙ্গীর আলম
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৩:৫৫ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ১৮:০৯
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে দায়ের করা মামলায় তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার সন্ধ্যায় মামলার শুনানি শেষে বগুড়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন বাতিল করে জেল হাজতে পাঠান।
মামলা সূত্রে জানা যায়, সুপার জাহাঙ্গীর আলম ২০২১ সালে ওই মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির ৭৭ হাজার টাকা সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বগুড়া থানা রোডের অগ্রণী ব্যাংক শাখায় পাঠায়। এই টাকা শিক্ষকদের মাঝে বিতরণের নিয়ম। কিন্তু সুপার কাউকে না জানিয়ে এই টাকা তুলে আত্মসৎ করেন। এ ঘটনায় মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহামুদ রুবেল বাদী হয়ে ২০২৩ সালের ২৩ মে আদালতে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় সুপারের বিরুদ্ধে আদালতে গত বছরের ২ ডিসেম্বর চার্জশিট দাখিল করেন।
এই মামলার সোমবার ছিল শুনানির তারিখ। ওই দিন সুপার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
মামলার বাদী সুলতান মাহামুদ রুবেল বলেন, মাদরাসার সুপারের বিরুদ্ধে আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে। নিয়োগ নিয়ে নানা প্রতারণা করেন তিনি।
- বিষয় :
- বগুড়া
- টাকা আত্মসাৎ