সাবেক রেলমন্ত্রী মজিবুল হকসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাবেক রেলমন্ত্রী মজিবুল হক। ফাইল ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৯:৩৬
কুমিল্লার চৌদ্দগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে কলেজ ছাত্র জামসেদুর রহমান মিয়াজি জুয়েল নিহত হওয়ার প্রায় ১১ মাস পর হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহাম্মেদ।
সাবেক রেলমন্ত্রী মজিবুল হককে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ জনের বিরুদ্ধে ওই হত্যা মামলাটি দায়ের করেন নিহতের চাচা মো. আইয়ুব মিয়াজী।
মামলায় অভিযোগে বলা হয়, জামশেদ কুমিল্লার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। গত বছরের ৫ আগস্ট তিনি সকাল থেকে চৌদ্দগ্রামে কোটা সংস্কার আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেন। ওই দিন সরকার পতনের খবর শুনে হাজার হাজার ছাত্র-জনতা বিজয় মিছিল করে। এ সময় চৌদ্দগ্রাম বাজারে মুজিবুল হকের নেতৃত্বে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। এ সময় গুলিতে জামসেদুর রহমান আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার অপর আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, পৌর ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন শুভ, বিপ্লব, সোহেল, বাবলু মোল্লা, আবু তাহের, সুমন রেজা, মো. শাহিন, তোফায়েল, মোশারফ, আলী হোসেন লিটন, হারুনুর রশিদ মাছুম, রাকিব, গাজী শহিদ, রফিকুল ইসলাম পাটোয়ারী, গাজী কাজল, ইমান আলী, মো. ইউসুফ, তুরাজ মজুমদার, আরশ মজুমদার, আলমগীর মেম্বার, নুরুল হুদা ফকির, একরামুল হক, কাজী মাছুম বিল্লাহ, পারভেজ, ফখরুল ইসলাম মেহেরাজ, নুর উদ্দিন রাজিব, সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, যুবলীগ নেতা মহিবুল আলম কানন মজুমদার, সুব্রত টোটন, ইয়াছিন আরাফাত, দ্বীন মোহাম্মদ সোহাগ, শামীম, জিহাদ হোসেন জাবেদ, সাজ্জাদ, লকিয়ত উল্লাহ সাগর, মাইন উদ্দিন দীপু, জামাল হোসেন ও হাফেজ বেলাল।
মামলার আসামিরা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক কুমিল্লা চৌদ্দগ্রাম আসন থেকে নির্বাচিত পাঁচবারের সাবেক সংসদ সদস্য। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহাম্মেদ বলেন, মামলার অভিযোগে সাবেক এমপি মুজিবুল হকের নেতৃত্বে হামলা ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে। মামলায় অভিযুক্তরা আত্মগোপনে আছেন।