ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ | ১৯:৫৮

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ সংযোগকৃত মেশিনে বিচালী কাটার সময় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহত দুই ভাই আক্তারুজ্জামান (৫০) ও আলম হোসেন (৪০)। তারা উপজেলার হাউলি ইউনিয়নের পুরাতন বাস্তুপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ৩ জুলাই বিকেলে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগকৃত মেশিনে বিচালী কাটাছিলেন বড় ভাই আক্তারুজ্জামান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বড় ভাই আক্তারুজ্জামানকে উদ্ধার করতে এসে ছোট ভাই আলম হোসেনও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরিবারের লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, ঘটনাটি গ্রাম পুলিশের মাধ্যমে শুনেছি। পরিবারের পক্ষ থেকে যদি সাহায্য সহযোগিতার আবেদন করে উদ্ধর্তন কর্মকর্তার সঙ্গে আলাপ করে ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

×