ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে তরুণীকে গণধর্ষণ মামলায় ৩ আসামি দুই দিনের রিমান্ডে

চট্টগ্রামে তরুণীকে গণধর্ষণ মামলায় ৩ আসামি দুই দিনের রিমান্ডে

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০ | ০৭:১৮

চট্টগ্রাম নগরীর বন্দর থানার আউটার লিংক রোড এলাকায় বেড়াতে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণের মামলায় তিন আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ নভেম্বর তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বন্দর থানা পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমদ সমকালকে বলেন, গণধর্ষণ মামলায় পুলিশ তিন আসামির ৫ দিন করে রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে ২ দিন কওে তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া তিন আসামি হলেন- শফিকুল ইসলাম, বাদশা ও শাহিন। এদের মধ্যে শফিকুল ইসলাম ধর্ষণের শিকার তরুণীর প্রেমিক। বাদশা ও শাহিন নামের অপর দু'জন শফিকুল ইসলামের বন্ধু ও সহযোগী।

মামলা সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত আড়াইটার দিকে বন্দর থানার আউটার লিংক রোড এলাকায় বেড়াতে নিয়ে গিয়ে গ্রেফতার তিন আসামি তরুণীকে গণধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

×