কটিয়াদীতে নৈশপ্রহরী খুন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০ | ০৩:০২ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ | ০৪:৪৫
কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি মৎস্য খামারের নৈশপ্রহরীকে খুন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের দুর্গাপুরে রেললাইনের পাশের একটি জমি খেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহতাব উদ্দিন (৫৫) দুর্গাপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি মৎস্য খামারে এক বছর যাবত মাসিক ছয় হাজার টাকা বেতনে নৈশপ্রহরীর কাজ করতেন। বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
চাঁন্দুপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহতাব উদ্দিন বলেন, রাত থেকে মাহতাবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে এলাকাবাসী মৃতদেহ দেখে পুলিশকে খবর দিলে গচিহাটা পুলিশ ফাড়ির সদস্যরা ত উদ্ধার করে মর্গে পাঠান। তার মাথা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
গচিহাটা তদন্ত কেন্দের ইনচার্জ (আইসি) আনোয়ার হোসেন বলেন, মৎস্যখামারে চার মালিক আবদুর রহমান, সেলিম, মজিবুর ও জসিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।