ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফরিদপুরে পেঁয়াজ চাষিদের মাঝে ঋণ বিতরণ

ফরিদপুরে পেঁয়াজ চাষিদের মাঝে ঋণ বিতরণ

ফরিদপুর অফিস:

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:০৭

পেঁয়াজ চাষিদের মাঝে এক কোটি টাকা ঋণ বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ফরিদপুর শাখা। শনিবার দুপুরে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডর কৃষি বিনিয়োগ বিভাগের উদ্যোগে  ব্র্যাক রিসোর্স সেন্টারে ৫০ জন পেঁয়াজ চাষির মাঝে বিনিয়োগের চেক বিতরণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাজাহান সিরাজ ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ও কৃষি বিনিয়োগ প্রধান আব্দুর রহিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ফরিদপুর শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. জাহিদুল আলমসহ জেলার ৫টি শাখার শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা

সভাপতির বক্তব্যে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. শাজাহান সিরাজ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ ব্যাংকের পল্লী ও কৃষি ঋণ নীতিমালা অনুযায়ী ডাল, তৈল বীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষের জন্য ৪ শতাংশ রেয়াতী মুনাফা হারে ২০২০-২০২১ বছরের কৃষি বিনিয়োগ বিতরণের অংশ হিসেবে ফরিদপুরের পেঁয়াজ চাষিদের মাঝে কৃষি বিনিয়োগের চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন

×