ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঝড়ের রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ

ঝড়ের রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ

গ্রেপ্তার সুরুজ আলী মালিথা -সমকাল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২১ | ০৫:১৭ | আপডেট: ০৪ মে ২০২১ | ০৫:১৯

রাজশাহীর বাঘায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর স্বামী বাইরে থাকার সুযোগে  ৩ দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। সোমবার রাতে উপজেলার কলিগ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরে সুরুজ আলী মালিথা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কলিগ্রামের রুবান মালিথার ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, সোমবার রাতে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। রাত ১২টার দিকে বাড়ির প্রবেশপথের টিনের দরজা ভেঙে গৃহবধূর ঘরে প্রবেশ করেন একই গ্রামের রুবান মালিথার ছেলে সুরুজ আলী(৩২), এলাহি বক্সের ছেলে ঝন্টু আলী (৩৩) ও  গুলুমালের ছেলে রুজদার আলী (৩৫)। পরে তারা গৃহবধূর গলায় দেশীয় অস্ত্র ধরে তাকে ধর্ষণ করেন। এসময় কাজের সুবাদে বাইরে ছিলেন গৃহবধূর স্বামী। ২ সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন গৃহবধূ।

নির্যাতিত ওই গৃহবধূ জানান, ঘটনার সময় তার সন্তানকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় কেউ ছেলেকে পাহারা দিচ্ছিলো, আরেকজন তার গলায় ছোরা ধরে ছিল। 

স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, কয়েক বছর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে এই গ্রামের এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এছাড়াও তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বাঘা থানার (ওসি) নজরুল ইসলাম জানান, নির্যাতিত গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

×