ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফরিদপুরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার

ফরিদপুরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলায় উদ্ধার হওয়া হলুদ কচ্ছপ। ছবি: সংগৃহীত

ফরিদপুর অফিস

প্রকাশ: ২২ আগস্ট ২০২১ | ১১:৪১ | আপডেট: ২২ আগস্ট ২০২১ | ১২:৩১

ফরিদপুরে হলুদ রঙের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার অম্বিকাপুর এলাকার বিশ্বাস ডাংগী থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। খবর পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের জলাধারে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার নদীসংলগ্ন একটি খালে বন্যার পানিতে জাল ফেলে মাছ ধরছিলেন অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামের এক যুবক। একপর্যায়ে তার জালে হলুদ রঙের ওই কচ্ছপটি ধরা পড়ে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি এবং ব্যাসার্ধ ৮ ইঞ্চি।

বাগেরহাটের সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর হাওলাদার বলেন, এটি সুন্ধিজাতীয় কচ্ছপ হয়ে থাকতে পারে।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গে একটি পুকুর থেকে হলুদ রঙের কচ্ছপ উদ্ধার হয়েছিল।

আরও পড়ুন

×