ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কটিয়াদীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

কটিয়াদীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

প্রতীকী ছবি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১ | ০৮:৪৫ | আপডেট: ০২ অক্টোবর ২০২১ | ০৮:৪৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিদান মিয়া নামে এক টমটম চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টার দিকে পৌর এলাকার দড়িচরিয়াকোনা নামক স্থানে। 

শনিবার সকালে এলাকাবাসী ছেলে হৃদয় মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, শুক্রবার রাতে কদমতলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন নিদান মিয়া (৫০)। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে দেড়শ গজ দূরে একটি ধানক্ষেতের কাছে ধারালো অস্ত্র নিয়ে ওত পেতে থাকা হৃদয় এলোপাতাড়ি কুপিয়ে তার বাবাকে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। এ সময় সে ধারালো অস্ত্রটি ধানক্ষেতে ফেলে রেখে যায়। নিদানের গোঙানির শব্দে আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিদান মিয়ার ছোট ভাই রতন মিয়া বলেন, মাদকের জন্য ঘাতক হৃদয় প্রায় সময়ই মা-বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করত। না দিলে জিনিসপত্র ভাঙচুর করত এবং মারধর করার ভয়ভীতি দেখাত।

কটিয়াদী মডেল থানার ওসি এমএম শাহাদত হোসেন বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারালো অস্ত্রটি জব্দ করা হয়েছে। আটক হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার করা স্বীকার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরও পড়ুন

×