ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাউফলে জেলের জালে ১৭ কেজির বাঘাইড়, বিক্রি হলো ২০, ৪০০

বাউফলে জেলের জালে ১৭ কেজির বাঘাইড়, বিক্রি হলো ২০, ৪০০

কেজিপ্রতি ১২০০টাকা ধরে বিক্রি করা হয় মাছটি। ছবি: সমকাল।

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২ | ০৬:৪১ | আপডেট: ০১ জানুয়ারি ২০২২ | ০৬:৪১

পটুয়াখালীর বাউফলের কারখানা নদীতে আব্দুর রফিক (৩২) নামের এক জেলের জালে ১৭ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। পরে রফিক শনিবার মাছটি ২০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। 

রফিক জানান, সকালে কারখানা নদীতে জাল ফেললে এ বাঘাইড়টি ধরা পড়ে। পরে তিনি কাছিপাড়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। দাম না মেলায় উপজেলার কালাইয়া বন্দরের মাছের বাজারে নিয়ে আসলে আড়তের এক ব্যবসায়ী ১২০০ টাকা কেজি দরে ২০ হাজার ৪০০ টাকায় সেটি কিনে নেন।

উপজেলার কাছিপাড়ার বাসিন্দা কলেজ শিক্ষক আবু হাসান মিরন বলেন,স্থানীয় কাছিপাড়া বাজারে মাছটি দেখে লোকজনের মধ্যে একটা শোরগোল পড়ে যায়। তবে মাছটি কেজিপ্রতি ৬০০ টাকা দাম বললে জেলে বিক্রি না করে অন্যত্র নিয়ে যান। 

উপজেলা মৎস কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, উপজেলার কারখানা, তেতুলিয়া, লোহালিয়া নদীতে এই সময়ে ইলিশ ছাড়াও আইড়, বাঘাইড়, পাঙ্গাশ, খসরুসহ নানা প্রজাতির মিঠা পানির মাছ চলে আসে।

আরও পড়ুন

×