ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মোহাম্মদপুর থেকে ‘কৌতূহলবশত’ বেরিয়ে চট্টগ্রামে তিন মাদ্রাসাছাত্র

মোহাম্মদপুর থেকে ‘কৌতূহলবশত’ বেরিয়ে চট্টগ্রামে তিন মাদ্রাসাছাত্র

সিসিটিভি ফুটেজ দেখে তিন মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪ | ২২:২১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ | ০২:২৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি মাদ্রাসার তিন শিক্ষার্থীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার থেকে তারা নিখোঁজ ছিল। শুক্রবার চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকার খানকায়ে নেসার মাদ্রাসা থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, কৌতূহলবশত তারা চট্টগ্রামে চলে গিয়েছিল।

তিনজনই মোহাম্মদপুরের আতফালুল জান্নাহ ইসলামিয়া একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী। তাদের বয়স ১৩ বছর। 

পুলিশ জানায়, তিনজনের মধ্যে একজন চট্টগ্রামে থাকত। সেই সুবাদে দুই বন্ধুকে নিয়ে বুধবার দুপুরে সেখানে চলে যায় সে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ওই মাদ্রাসার পাশের এক ব্যক্তি এক শিক্ষার্থীর বাবার মোবাইল ফোনে কল করে বিষয়টি জানান। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান।

ওই অভিভাবক সমকালকে বলেন, সকাল ৭টা-১টা পর্যন্ত হিফজ বিভাগে ক্লাস চলে। তিনজনই বাসা থেকে মাদ্রাসায় যাওয়া-আসা করে। বুধবার দুপুর ১২টার দিকে ক্লাসের ফাঁকে বই ও ব্যাগ রেখে বের হয়ে যায় তারা। এ সময় ফটকে নিরাপত্তাকর্মী ছিল না। তিনজনের গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি ও গলায় মাদ্রাসার পরিচয়পত্র ছিল।

মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) অনিক ভক্ত জানান, তিন শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়। এরপর ঢাকার বিভিন্ন এলাকার ৮০টি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। এসব ফুটেজে রাত সাড়ে ৯টায় বিমানবন্দর স্টেশন থেকে তিন শিক্ষার্থীকে মহানগর এক্সপ্রেসে ঢাকা ছাড়তে দেখা যায়। কৌতূহলবশত তারা চট্টগ্রামে চলে গিয়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে। 


 

আরও পড়ুন

×