প্রজন্ম ৭১–এর বিবৃতি
শিক্ষার্থীদের সংঘাত পরিহারের আহ্বান

.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪ | ২১:৫৯
অপশক্তি দ্বারা বিভ্রান্ত না হয়ে যে কোনো ধরনের সংঘাত পরিহারের জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের সংগঠন প্রজন্ম–৭১। পাশাপাশি যুদ্ধাপরাধী দল ও সংগঠন জামায়াত ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করায় স্বস্তি প্রকাশ করেছে সংগঠনটি। শনিবার সংগঠনের এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।
কোটাসংস্কার আন্দোলনে শিক্ষার্থীসহ নানা পর্যায়ে নিহতের জন্য শোক প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, ‘প্রতিটি মৃত্যু আমাদেরকে আবারও যন্ত্রণাবিদ্ধ করেছে। গত কয়েকদিনেও আমাদেরও কেউ কেউ স্বজন হারিয়েছেন। মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান আমরা জানি অপঘাতে স্বজন হারাবার বেদনা কি মর্মান্তিক।’
প্রজন্ম ৭১ মনে করে, ‘সরকার প্রণীত বিচার বিভাগীয় তদন্ত কমিটি দ্রুততম সময়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রস্তুত করতে পারবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে নিহতদের তালিকা প্রণয়ন, তাদের পরিবারের জন্য সহায়তা প্রদান এবং প্রতিটি মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া দ্রুত সময়ে সম্পন্ন করতেও বিবৃতিতে জোর দাবি জানানো হয়েছে।’
জামায়াত–শিবিরকে নিষিদ্ধকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করছি, এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাত-এর বিচার ত্বরান্বিত হবে এবং এই দুই সংগঠনের সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম, আর্থিক লেন-দেন, সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের কথা সরকার বিবেচনা করবে। ভবিষ্যতে বাহাত্তরের সংবিধান অনুযায়ী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা এবং রাষ্ট্রধর্ম বাতিল করার আইনসম্মত পদক্ষেপের গ্রহণ করা হবে। এটি করা হলে শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে আমরা অনেকটা এগিয়ে যাবো।’
- বিষয় :
- প্রজন্ম ৭১
- সংঘাত