ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রবাসীদের গন্তব্যের ভিত্তিতে দেওয়া হবে বুস্টার ডোজ: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের গন্তব্যের ভিত্তিতে দেওয়া হবে বুস্টার ডোজ: প্রবাসী কল্যাণমন্ত্রী

ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১ | ১০:০০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ | ১০:০০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, কোভিডের কারণে যে সব শ্রমিক দেশে ফিরে এসেছিলেন, তারা আবারও বিদেশে যাচ্ছেন। ওইসব প্রবাসীদের গন্তব্য ও দেশের চাহিদার ভিত্তিতে বিদেশগামী কর্মীদের জন্য বুস্টার ডোজ দেওয়া হবে।

আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রাক্কালে শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) 'করোনার অভিঘাত উত্তরণে নিরাপদ অভিবাসন' নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়েসেলের ব্যাবস্থাপনা পরিচালক জনাব মো. বিল্লাল হোসেন ও বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল)।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকরা বেশি নির্যাতিত হয়। এ ধরনের নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে নির্দেশনা দেওয়া আছে। সরকার নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

মালয়েশিয়ায় শ্রমবাজার চালুর প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এবার মালয়েশিয়ায় অভিবাসন ব্যায় যৌক্তিক পর্যায়ে থাকবে। কোনো অবস্থাতেই অতীতের মতো মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ৪ থেকে ৫ লাখ টাকা হতে দেওয়া হবে না।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা সুপারিশ প্রদান করেন। প্রতিযোগিতায় সরকারি দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ও বিরোধী দল কুমিল্লা ইউনিভার্সিটির বিতার্কিকরা উভয়ে সমান নম্বর পাওয়ায় উভয় দলকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি, ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাসউদুল হক, সাংবাদিক প্রসূন আশীষ, সাংবাদিক কাবেরী মৈত্রেয় ও সাংবাদিক মিরাজ হোসেন গাজী।

আরও পড়ুন

×