উঠতি বয়সীদের পর্নো ভিডিও পৌঁছে দিতেন আজম

কে এম মীরাজুল আজম- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১ | ০৭:৩৪ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ | ০৯:২৪
শিশু পর্নোগ্রাফির অভিযোগে কে এম মীরাজুল আজম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার অপরাধ তদন্ত বিভাগ।
গত ২৯ ডিসেম্বর রাতে রাজধানীর মুগদা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশু পর্নোগ্রাফির কাজে ব্যবহার করা আজমের মোবাইল ফোন, ডিভাইস ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি জব্দ করা হয়। সিটিটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সিটিটিসি জানিয়েছে, আজম অনলাইনে উঠতি বয়সী শিশুদের সঙ্গে যোগাযোগ করে পর্নো ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং সরবরাহ করতেন। দেশি-বিদেশি শিশুদের কাছ থেকে তাদের পর্নো ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আপলোড করে আসছিলেন তিনি।
আজমের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ আইডিতে ভারতীয় অপ্রাপ্ত বয়স্ক এক নারীর ব্যক্তিগত অশ্নীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে তার কাছ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার ভারতীয় রূপি দাবি করেন।
সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয় করে সাইবার পেট্রোলিং করে আজমের অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।