পণ্যের দাম কমিয়েছে ইউনিলিভার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৮:০০
সম্প্রতি কিছু পণ্যের দাম কমিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। বিশ্ববাজারে কিছু কাঁচামালের দাম কমতে থাকায় ইউবিএল এমন সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে কার্যকর করেছে। দাম কমানো হয়েছে এমন পণ্যের তালিকায় রয়েছে সাবান, শ্যাম্পু ও হ্যান্ডওয়াশ। এ ছাড়া ভোক্তাদের জন্য ভিমবার, হরলিকস, ক্লোজআপ টুথপেস্ট এবং শ্যাম্পুর ছোট প্যাকেট (স্যাশে) বাজারজাতকরণে বৈচিত্র্য আনা হয়েছে।
এ প্রসঙ্গে ইউবিএলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, গত বছর বিশ্ববাজারে তাদের উৎপাদিত পণ্যের বেশিরভাগ কাঁচামাল বা উপকরণের দাম অস্বাভাবিক উচ্চহারে বেড়ে যায়। সম্প্রতি কিছু উপকরণের দাম কমতে শুরু করেছে। যদিও অনেক ধরনের কাঁচামালের দামে এখনও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। অন্যান্য চ্যালেঞ্জও রয়ে গেছে। গত বছর ডলারের বিপরীতে টাকার বড় ধরনের দরপতনের পর চলতি বছরেও টাকা ক্রমাগত দর হারাচ্ছে। অন্যদিকে গত এক বছরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৪০ শতাংশের বেশি। গ্যাসের দাম বেড়েছে ১৮০ শতাংশ এবং বিদ্যুতের দাম বেড়েছে ১৫ শতাংশ। এ ছাড়া এখনও আমদানি পণ্যের শুল্কায়ন করা হচ্ছে আগের উচ্চ মূল্যের ভিত্তিতে। তবে কিছু উপকরণে দাম কমার প্রবণতা থাকায় ইউবিএলের উৎপাদিত পণ্যের দাম কমানো সম্ভব হয়েছে।
ইউনিলিভার বাংলাদেশ সম্প্রতি ১৫০ গ্রাম ওজনের লাক্স সাবানের দাম ৮০ টাকা থেকে কমিয়ে ৭০ টাকা করেছে। ১৫০ গ্রাম লাইফবয়ের দাম ৬০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। লাক্স ১০০ গ্রাম প্যাকেটে ২৫ গ্রাম বাড়তি দেওয়া হচ্ছে। ফলে প্রকারান্তরে ১০০ গ্রামের দাম ৬০ টাকা থেকে ৪৮ টাকা দাঁড়াচ্ছে। ইউবিএলের প্রধান প্রধান শ্যাম্পুর বোতলের দাম ২৫ শতাংশ কমানো হয়েছে। ক্লিয়ার কুল স্পোর্ট মেনথল ৮০ এমএল শ্যাম্পুর দাম ১২০ টাকা থেকে কমিয়ে ৯০ টাকা করা হয়েছে। সানসিল্ক ব্ল্যাক ৮০ এমএল শ্যাম্পুর দাম ১১০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৮০ টাকা। ক্লিয়ার কমপ্লিট অ্যাকটিভ কেয়ার ৮০ এমএলের দাম এখন ৯০ টাকা, যা আগে ছিল ১২০ টাকা। ডাভ ইনটেনসিভ রিপেয়ার ৮০ এমএলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ৯০ টাকা করা হয়েছে।
সাবান ও শ্যাম্পুর পাশাপাশি হ্যান্ডওয়াশের দামও কমানো হয়েছে। ২০০ এমএল লাইফবয় হ্যান্ডওয়াশ প্যাকের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ৮০ টাকা করা হয়েছে। লাইফবয় হ্যান্ডওয়াশ রিফিল প্যাকে ১০ শতাংশ বেশি দেওয়া হচ্ছে। ক্রেতারা ১৭০ এমএলের জায়গায় পাচ্ছেন ১৮৭ এমএল। নতুন কিছু স্যাশে বা ছোট প্যাক আনা হয়েছে। যেমন– ১০ টাকায় ভিমবার প্যাক পাওয়া যাচ্ছে। হরলিকস ও সার্ফ এক্সেলেরও নতুন স্যাশে এসেছে। এ ছাড়া ক্লোজআপ এবং শ্যাম্পুর বিদ্যমান ছোট প্যাকের বিতরণ কার্যক্রম নতুনভাবে সাজানো হয়েছে, যাতে কম দামে এসব পণ্য ক্রেতার কাছে আরও ব্যাপকভাবে পৌঁছায়।
২০২১ সাল থেকে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে শুরু করে এবং বাংলাদেশের বাজার এতে প্রভাবিত হয়। এ প্রবণতার কারণে ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস বা এফএমসিজি পণ্য উৎপাদনের খরচ অনেক বেড়ে এ খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এফএমসিজি পণ্য উৎপাদনের কাঁচামালের দাম উল্লেখযোগ্য হারে বাড়ে।
- বিষয় :
- ইউবিএল
- ইউনিলিভার
- বাজারজাতকরণ