ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিপিটিএমএর সভা

‘ব্যবসায় বাধা দূর করলে বিনেয়াগ বাড়বে’

‘ব্যবসায় বাধা দূর করলে বিনেয়াগ বাড়বে’

ঢাকা ক্লাবে ‘ব্যবসা সহজীকরণে তরুণদের ভাবনা’ শীর্ষক সভা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ২২:৩৩ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ | ১৯:২৯

বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জটিল বাধাগুলো দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের তরুণ উদ্যোক্তারা। বিশেষ করে কর জটিলতা, শুল্ক বাধা ও পোর্ট ডেমারেজের মতো বিষয়গুলোকে অনুকূল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসাবে তুলে ধরেন তারা।

সোমবার রাতে ঢাকা ক্লাবে ‘ব্যবসা সহজীকরণে তরুণদের ভাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন এ খাতের তরুণ উদ্যোক্তারা। পাইপ এবং নলকূপ খাতের সংগঠন বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিপিটিএমএ) সদস্যদের নিয়ে সমমনা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। ভবিষ্যতে সংগঠনের কাঠামো কেমন হওয়া উচিত এবং ব্যবসা সহজ করতে কী কী পদক্ষেপ প্রয়োজন, তা নিয়ে তরুণদের মতামত শোনাই ছিল সভার মূল উদ্দেশ্য। 

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তারা বলেন, সরকার বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করলে দেশে তরুণ প্রজন্ম ব্যবসায় এগিয়ে আসবে। ফলে চাকরির জন্য কেউ বসে থাকবে না। তাতে বেকারত্ব দূর হবে। সচল হবে অর্থনীতির চাকা। 

এছাড়া তারা নতুন প্রজন্মের উদ্ভাবনী উদ্যোগ, ব্যবসার ডিজিটালাইজেশন, আমদানি ও রপ্তানির জটিলতা নিরসন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রণোদনা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। তরুণদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে সংগঠনের কর্মপরিকল্পনা ও কাঠামো আরও আধুনিক ও প্রগতিশীল করার পরামর্শ প্রদান করা হয়, যা ব্যবসায়িক পরিবেশকে আরও সহজতর ও গতিশীল করবে বলে মনে করেন এ খাতের শীর্ষ ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, এ খাতের সমস্যা ও সম্ভাবনাগুলো লিখিত আকারে দিলে তা অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। 

এনবিআরের বর্তমান সংস্কার কমিটির এ সদস্য বলেন, ব্যবসায়ীরা ভ্যাট-ট্যাক্স দিতে চান। তবে তাদের সঙ্গে আলোচনা করেই এ খাতের আইন প্রণয়ন করা উচিত। 

সাম্প্রতিক বছরগুলোতে পাইপ এবং নলকূপ খাতে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক উচ্চ শিক্ষিত তরুণরা চাকরির প্রত্যাশা না করে এ খাতের ব্যবসায় মনোনিবেশ করছেন। এ পরিস্থিতিতে

ড. মজিদ বলেন, নতুন প্রজন্মের ব্যবসায়ী নেতাদের বিদেশে সুযোগ খোঁজার পরিবর্তে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য তাদের উদ্যোগ প্রশংসনীয়। তাদের এ উদ্যোগকে অর্থনীতির কাজে লাগাতে ব্যবসায়িক পরিবেশের উন্নতি দরকার। 

বিপিটিএমএর সাবেক সভাপতি মতিন খান বলেন, প্রতিটন পাইপ ৭০০ ডলার দিয়ে আমদানির করার পর কাস্টমস আমদানি মূল্য ১ হাজার ৩০০ ডলার ধরে শুল্কায়ন করছে, যা পুরোপুরি অযৌক্তিক। রাজস্ব বোর্ড শিল্পের অতিপ্রয়োজনীয় এ পাইপের ওপর অযৌক্তিক শুল্ক আরোপ করেছে। এটা আমদানিরকারকদের ওপর বাড়তি চাপ। এতে আমদানি ব্যয় বেড়েছে। যার প্রভাব পড়ছে সরাসরি ভোক্তার ওপর।

এ খাতের শীর্ষ ব্যবসায়ী সোলায়মান পার্সী বলেন, বেশ কয়েকটি চ্যালেঞ্জের উপর দাঁড়িয়ে আছে ব্যবসা। যা তরুণ উদ্যোক্তাদের নিরুৎসাহিত করে। তিনি বৃহৎ ও মাঝারি শিল্পের জন্য পৃথক কর ও ভ্যাট নীতিমালার আহ্বান জানান, যাতে বড় কর্পোরেশনগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর প্রভাব বিস্তার করতে না পারে।

বিশেষ অতিথি ছিলেন নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি মো. মামুন। তিনি সরকারের কাছে ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স সহজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

×