ব্র্যাক ব্যাংকের আয়োজনে তারা উদ্যোক্তা মেলা শুরু

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫ | ০১:০৮
শুধু নারী উদ্যোক্তাদের পণ্য প্রসারে ব্র্যাক ব্যাংকের আয়োজনে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ‘তারা’ উদ্যোক্তা মেলা। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শন এবং তাদের পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে ব্যাংকটি। ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সলিউশন ‘তারা’র নামে মেলার নমাকরণ করা হয়েছে।
গতকাল ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং এমডি অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। দেশের বিভিন্ন প্রান্তের ৮৫ নারী উদ্যোক্তা তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন। ব্র্যাক ব্যাংক এবার তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে, যেখানে উদ্যোক্তারা কোনো ধরনের খরচ ছাড়াই নিজস্ব স্টল দিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি অ্যান্ড সিইও ফারজানা চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের ডিএমডি ফারজানা খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।
প্রদর্শনী সম্পর্কে ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, উন্নয়নের অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নারী উদ্যোক্তাদের তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশে সহায়তা করে থাকে। এ মেলার মাধ্যমে উদ্যোক্তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ পাচ্ছেন। নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ক্ষমতায়ন ও তাদের পণ্যের প্রসারে ব্র্যাক ব্যাংক দেশের বিভিন্ন প্রান্তে এরকম আরও অনেক মেলার আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে।
মেলায় উদ্যোক্তারা বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়াপণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম এবং বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে হাজির হয়েছেন। এ ছাড়া আগতদের জন্য রয়েছে বায়োস্কোপ, ইফতার ও ডিনার ফুডকোর্ট, হাওয়াই মিঠাই, বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরামর্শকেন্দ্র ও চেকআপ এবং ট্রাভেল অ্যান্ড ট্যুর কন্সালটেন্সিসহ অন্যান্য স্টল।
- বিষয় :
- ব্র্যাক ব্যাংক