মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজকে ৫ লাখ টাকা অনুদান দিল মধুমতি ব্যাংক

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫ | ২৩:০৪
মধুমতি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজকে কম্পিউটার ও বিজ্ঞান পরীক্ষাগার স্থাপন এবং স্যানিটেশন আধুনিকীকরণের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছে।
মঙ্গলবার মধুমতি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আজম ঢাকার গুলশান এলাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তফা কামাল খোশনবীশের হাতে চেকটি হস্তান্তর করেন।
এ সময় মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- অনুদান