৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রেস উইং
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৫ | ১৪:০৮ | আপডেট: ০২ জুন ২০২৫ | ১৪:৪৪
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
আজ সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় বলে প্রেস উইং থেকে জানানো হয়।
আজ বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।