ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাড়ছে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা

বাড়ছে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ০০:১২ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ০৯:৫৩

আগামী অর্থবছর থেকে সামাজিক সুরক্ষা কর্মসূচির বেশ কিছু ভাতার হার বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। এর মধ্যে বয়স্ক, প্রতিবন্ধী এবং মা ও শিশু সহায়তার মাসিক ভাতা ৫০ টাকা করে এবং বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের মাসিক ভাতা ১০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বাজেটে।

গতকাল সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর দারিদ্র্য ও সামাজিক বৈষম্য কমানো এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য এবারের বাজেটে বিভিন্ন সামাজিক নিরাপত্তার সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয়ই বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে।

আগামী বাজেটে বয়স্ক ভাতার মাসিক হার ৬০০ থেকে বাড়িয়ে ৬৫০ টাকা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের  মাসিক ভাতা ৫৫০ থেকে বাড়িয়ে ৬৫০ টাকা, প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা ৮৫০ থেকে বাড়িয়ে ৯০০ টাকা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দেওয়া মাসিক ভাতার হার ৮০০ থেকে বাড়িয়ে ৮৫০ টাকা করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এ ছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার ৬৫০ টাকায় উন্নীত করারও প্রস্তাব দেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ আরও জানান, প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে গত জানুয়ারি থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ৫৭ লাখ স্মার্ট কার্ডধারী পরিবারকে মসুর ডাল, সয়াবিন তেল প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমেও পণ্য বিতরণ করা হচ্ছে। আগামী অর্থবছর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ পাঁচ মাস থেকে ছয় মাস করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এই কর্মসূচিতে বর্তমানে ৫০ লাখ পরিবার সহায়তা পায়। আরও ৫ লাখ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা জানান, আগামী ২০২৫-২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে পেনশন ছাড়া সামাজিক নিরাপত্তাবেষ্টনীর জন্য বরাদ্দ দাঁড়াবে ৮১ হাজার ২৯৭ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি ও গুরুত্ব বিবেচনায় বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

বাজেট নথিপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, সামাজিক সুরক্ষার আওতায় কর্মসূচি ৯৫ টিতে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ সামাজিক সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় এমন ৪৫ কর্মসূচি এ খাত থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষার আওতায় ১৪০টি কর্মসূচির বিপরীতে মোট ১ লাখ ৩০ হাজার ২৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

আরও পড়ুন

×