ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এয়ার টিকিট জিতলেন পাঠাও মার্চেন্টরা

এয়ার টিকিট জিতলেন পাঠাও মার্চেন্টরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ২২:০৬ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ২২:০৭

ভালো ‘পারফরম্যান্সের' স্বীকৃতি হিসেবে মার্চেন্টদের বিমানের টিকিট দিয়ে পুরস্কৃত করেছে কুরিয়ার সার্ভিস পাঠাও। তারা চায়না, নেপাল ও কক্সবাজার রাউন্ড ট্রিপের জোড়া এয়ার টিকিট জিতেছেন।বৃহস্পতিবার এক আনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। 

পাঠাও জানায়, ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার পাঠাও কুরিয়ার মার্চেন্টদের অনুপ্রেরণা জোগায়। এটি শুধু তাদের পরিশ্রম ও প্রতিশ্রুতির স্বীকৃতি নয়, বরং নতুন ও উদীয়মান মার্চেন্টদের জন্য একটি উৎসাহব্যঞ্জক উদাহরণও। মার্চেন্টদের ব্যবসার অগ্রগতিতে সহায়তা করার ব্যাপারটি চিন্তা করেই এ টিকিটগুলো নির্বাচন করা হয়। তাই কক্সবাজার ও নেপালের মতো ভ্রমণের গন্তব্যের পাশাপাশি এবার যুক্ত হয়েছে চায়নার মতো ব্যবসায়িক ট্রিপও। পাঠাও কুরিয়ার ভবিষ্যতেও মার্চেন্টদের ভালো পারফরম্যান্সকে উৎসাহ দিতে এমন আয়োজন অব্যাহত রাখবে।

বেস্ট মার্চেন্ট (পুরুষ) ক্যাটাগরিতে ঢাকা-গুয়াংজু-ঢাকা কাপল এয়ার টিকিট জিতে নেন ইজি শপ বিডির নাইম হোসেন, বেস্ট মার্চেন্ট (নারী) ক্যাটাগরিতে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা কাপল এয়ার টিকিট জিতে নেন ‘মেহেদি বাই মিমির’ তানজিলা আকতার, বেস্ট ইমারজিং মার্চেন্ট ক্যাটাগরিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকিট জিতেন ‘পাঁচমিশালি বাই তৃনা’র তানিয়া ইসলাম তৃনা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×