ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

একতা না থাকায় বলিউড পিছিয়ে, অজয়ের কথায় সায় দিলেন অক্ষয়

একতা না থাকায় বলিউড পিছিয়ে, অজয়ের কথায় সায় দিলেন অক্ষয়

অজয় দেবগন ও অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ১৩:৩২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ | ১৩:৩২

বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির তুলনা নিয়ে প্রায় কথা শোনা যায়। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে অনেক অংশে কেন পিছিয়ে বলিউড-এমন প্রশ্নের সম্মুখীন হয়ে হয়েছেন খোদ অমিতাভ বচ্চনকেও। অবশ্য সেই প্রশ্নের জবাব দিয়ে গেছেন তিনি। এবার হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অক্ষয় কুমার ও অজয় দেবগন। 

দু জনেই অ্যাকশন সুপারস্টার হিসেবে পরিচিত। কোটি কোটি টাকা ঢেলেও কেন সিনেবাজারে দক্ষিণের কাছে হেরে যাচ্ছে বলিউড? দুই অভিনেতার মুখেই, নিজেদের ইন্ডাস্ট্রি নিয়ে আত্মসমালোচনা! বলিউডের তুলনায় কি তামিল, তেলুগু, কন্নড় কিংবা মালয়ালম ইন্ডাস্ট্রিতে একতা বেশি? প্রশ্ন উঠতেই হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে অক্ষয়ই প্রথম এই বিষয়ে মুখ খোলেন।

অক্ষয় বলেন, ‘আমাদের মধ্যে একতার অভাব। আমি জানি না অজয় এই বিষয়ে কী বলবে, তবে এই কথাটায় আমি পূর্ণ সমর্থন করি।’

অক্ষয়ের মুখের কথা কেড়ে নিয়েই অজয় বলেন, ‘আমারও তাই মনে হয়। আর এটা নিয়েই বরাবর আলোচনা করে এসেছি। ওপেনিং ডে-তে কত কালেকশন হল, সেটা মোদ্দা কথা নয়। তবে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির মধ্যে যে একতাটা রয়েছে, সেটা আমার সত্যিই ভালো লাগে। সত্যি বলছি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঐক্যবদ্ধ নয়, আমি সবসময় চেয়েছি সকলে যেন একজোট হয়।’

অজয় আরও বলেন, ‘আমাদের সময়ে একে-অপরের পাশে থেকেছি আমরা সবসময়ে যখনই দরকার পড়েছে। তবে নতুন প্রজন্মের মধ্যে এই বোধটা নেই। আমরা যারা নয়ের দশকে একসঙ্গে কাজ শুরু করেছিলাম, আমি, শাহরুখ, সালমান, আমির, অক্ষয়সহ আরও অনেকে। আমাদের মধ্যে কোনও রেষারেষি ছিল না। আমরা সবসময়ে একে-অপরের পাশে থেকেছি। এটা আমরা সকলেই জানি। আমাদের মধ্যে কোনও বিভাজন কেউ কখনও দেখেননি।’

আরও পড়ুন

×