ছড়া-কবিতা

.
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ | ০০:৩৬
রু বে ল হা বি ব
ঘোড়ার ডিমে তা
শহর থেকে গুচ্ছ গ্রামে
আনলো ঘোড়া উচ্চ দামে
আনলো কিনে কে?
সেই সে গ্রামের গরিব প্রজা
চেনেই শুধু রাস্তা সোজা
তারাই এনেছে!
কেন এনেছে? কেন এনেছে?
কান পেতে তা বোন শুনেছে-
ঘোড়ার ডিমে তা দিয়ে রোজ
বাড়বে ঘোড়া যে।
বোন শুনে যে হাসতে থাকে
হাসতে হাসতে বলতে থাকে
সহজ সরল মানুষগুলো
খাচ্ছে ধোকা যে!
স র দা র আ বু ল হা সা ন
ভূতের বাড়ি অচিনপুরে
ভূতের ছড়া লিখবো বলে কাগজ কলম হাতে
আপন মনে ভাবছি বসে একলা গভীর রাতে।
হঠাৎ আমার পড়লো মনে ভূত থাকে বটগাছে
রাতদুপুরে তবলা বাজায় ধিনতা তাধিন নাচে।
নাঁকি সুরে গান ধরে আর হো-হো-হা-হা হাসে
সুর-লেহরি অট্টহাসি বাতাসেতে ভাসে।
মজা করে খায় ভূতেরা ইলিশ মাছের ঝোল
পাউরুটি-দই কেক-চানাচুর মিষ্টি ক্রিমরোল
আমড়া খেতে ভালোবাসে গাছের পাকা কুল
আপেল কলা মাল্টা লেবু টসটসে তেঁতুল।
আর কী খেতে ভালোবাসে বলতে আমায় মানা
বললে পরে খামচি মেরে করবে দুচোখ কানা।
দুষ্টু ভীষণ পাজির পাজি ন্যাংড়া ভূতের ছানা
ভরদুপুরে দেখলে মানুষ সেথায় দেবে হানা।
লেখাপড়ায় নেই মনোযোগ দুষ্টুমিতে সেরা
ভূতের বাড়ি অচিনপুরে চোরকাঁটাতে ঘেরা!
শা হ রি য়া র শা হা দা ত
প্যাকেট ভরা বাতাস
চিপস্ চকোবিন কোম্পানিরা
এই অভিযোগ নিন
আমরা যারা শিশু-কিশোর
কি চাই প্রতিদিন?
আমরা ছোটো তাই বলে কী
দিচ্ছে না কেউ সায়
মজার টিফিন একটু বেশি
কে খেতে না চায়?
প্যাকেট খুলেই অবাক লাগে
চিপস্ থাকে খুব কম
মনভোলানো ক্রিসপি স্বাদে
খাচ্ছি তা হরদম!
প্যাকেট মুড়ে নাইট্রোজেন গ্যাস
চিপস্ রাখে মচমচ
তাই বলে চিপস্ খাওয়া মানে
এক্কেবারেই লস্?
খুব চাওয়া নয়, একটু শুনুন
এই যে হ্যালো-হাই,
প্যাকেট ভরা বাতাস ছাড়া
চিপস্ চকোবিন চাই!
- বিষয় :
- ছড়া