ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছড়া-কবিতা

স্বাধীন দেশের স্বাদ

স্বাধীন দেশের স্বাদ

.

ফারুক হোসেন

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ০০:৪০

একটি কণ্ঠ একটি জাতিকে শেখালো মুক্তবাক,
একটি কণ্ঠ হাত ধরে দিলো আন্দোলনের ডাক,
একটি কণ্ঠ বেতারে জানালো যুদ্ধের আহবান,
অনেক কণ্ঠ শপথের মাঝে বানালো দেশের প্রাণ।

একটি মানুষ একটি কণ্ঠ সেনাপতি যুদ্ধের,
একটি দেশের জন্ম লক্ষ বিনিময় জীবনের,
কত হাত ধরে এলো স্বাধীনতা তবু শুধু চিৎকার,
আমরা চাই না বৈষম্যকে, চাই সমঅধিকার।

অবশেষে এলো জুলাই-আগস্ট দুই হাজার চব্বিশ
পথে-প্রান্তরে ঘরে ঘরে এলো ঐক্যের শুভাশিস।
কোটি জনতা ও ছাত্রের মুখে স্পষ্ট উচ্চারণ
চলবে না আর প্রিয় এই দেশে এমন দুঃশাসন।

স্বাধীনতা চাই, বিভেদমুক্ত এমন একটি প্রাণ
এ যেনো একটি নতুন কথার নতুন সুরের গান।
ছাত্র-জনতা যদি এক হয়ে মিলায় সবার কাঁধ
তবে পাবো আজ আমরা সবাই স্বাধীন দেশের স্বাদ।
 

আরও পড়ুন

×