ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফড়িং মিয়ার চিঠি

লিখো বৈশাখ আঁকো বৈশাখ

লিখো বৈশাখ আঁকো বৈশাখ

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫ | ০৩:৪৫

ফড়িং সোনা, আর ক’দিন পরেই আসছে পহেলা বৈশাখ। মানে বাংলা বছরের প্রথম দিন। এই দিনটা দিয়েই যে বাংলা বছরের শুরু হয় তা তো জানোই। তো বাংলা বছরের এই প্রথম দিনকে নিয়ে তোমরা কী ভাবছো, কী আঁকছো এবং কী লিখছো– তা আমাদের কাছে জলদি করে পাঠিয়ে দাও। আমরা খুব যত্ন করে তোমাদের ভাবনা, তোমাদের আঁকা-লেখা ঘাসফড়িংয়ে ছেপে দেবো। 

আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানাটা তো জানোই। তবু 
আবার বলছি–

আমাদের ঠিকানা
ফড়িং মিয়া, ঘাসফড়িং, সমকাল
৩৮৭ তেজগাঁও শি/এ, ঢাকা-১২০৮

আরও পড়ুন

×