ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

গপ্পো

ঈদ ছুটিতে গরুর সঙ্গে সেলফি

ঈদ ছুটিতে  গরুর সঙ্গে সেলফি

ছবি এঁকেছেন রজত

লিখেছেন তাসফিয়া বিনতে মিজান

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ০০:০০

ঈদের ছুটির আগেই শুরু ঈদের পরিকল্পনা। অথচ সবার পরিকল্পনায় কেবল সেলফি। ভাবলাম, আসলেই তো, এখন কেবল ঈদ নয়; সব সময়ই সবাই সেলফি নিয়ে মেতে থাকে। আমার সেলফি ভালো লাগে না। তবু এই সেলফি নিয়ে ঘটলো এক কাণ্ড। সেই ঘটনা বলছি– গ্রামে দাদুবাড়িতে আমাদের গরু কেনা হয়েছে। আমরাও এলাম গ্রামের বাড়িতে। অনেক মজা করছি চাচাতো-ফুফাতো ভাইবোনরা। একদিন আমি চাচ্চুর সঙ্গে আমাদের গরুর পরিচর্যা করছিলাম। এমন সময় আমার এক চাচাতো বোন এসে হাজির। ও খুশিতে গদগদ হয়ে বললো, ‘চলো, একটা সেলফি তুলি।’
আমি মনে মনে ভাবলাম, তা মন্দ হয় না। কিন্তু ও আমায় অবাক করে দিয়ে ফের বললো, ‘এবারের কোরবানিতে আমাদের গরুটার সঙ্গে একটা সেলফিও তোলা হয়নি। সবাই গরুর ছবি তুলে পোস্ট করছে। আমি করবো না, তা কি হয়?’
আমার আত্মসম্মানে বাধলো! বললাম, ‘তুই আমার সঙ্গে সেলফি তুলবি তার মানে কি আমি গরু!’
ও বললো, ‘আরে না, না! তুই  আর আমি একসঙ্গে যৌথ প্রযোজনায় গরুর সঙ্গে সেলফি তুলবো।’
আমার আগ্রহটাই মাটি হলে গেলো। শেষ পর্যন্ত গরুর সঙ্গেও...?
যা হোক গরুর সঙ্গে ওর কয়েকটা ছবি তুলে দিতে রাজি হলাম। ও হঠাৎ ভীত কণ্ঠে বললো, ‘ভয় লাগছে! আগের বার ঈদের গরুটা আমায় লেজ দিয়ে বাড়ি দিয়েছিল।’ আমি হেসে বললাম, ‘তুই তখন বোধ হয় বিউটি প্লাস দিয়ে ছবিটি তুলিসনি, তাই গরুটা মাইন্ড করছিল।’
তারপর ওকে বিউটি প্লাস দিয়ে দারুণ দারুণ কিছু ছবি তুলে দিলাম। একটা ছবি দেখিয়ে বললাম, ‘দ্যাখ দ্যাখ! গরুটাকে তো তোর চেয়েও ভালো লাগছে!’ ও শুনে খুব ক্ষেপে গেলো। তখনি মায়ের ডাক। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। একটু পরেই আমরা গ্রামের বাড়ির পথ ধরবো!
তারপর গরু কিনতে হবে। গরুকে খাওয়াতে হবে। সবার সঙ্গে হৈ-হল্লা করতে হবে। কতো কতো কাজ!
n বয়স : ৩+৩+৩ বছর; পঞ্চম শ্রেণি, আইডিয়াল একাডেমি, রাজশাহী

আরও পড়ুন

×