ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, ব্রিটিশ দূতাবাসের সাবেক প্রহরীকে সাজা

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, ব্রিটিশ দূতাবাসের সাবেক প্রহরীকে সাজা

ডেভিড স্মিথ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:১০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:১০

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে জার্মানির বার্লিনে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সাবেক এক নিরাপত্তা প্রহরীকে ১৩ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার লন্ডনের আদালত এই সাজা ঘোষণা করেন। খবর বিবিসি ও সিএনএনের

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ডেভিড স্মিথ। তার বয়স ৫৮ বছর। তিনি জার্মানির বার্লিনে ব্রিটিশ দূতাবাসে কাজ করতেন।

লন্ডনের আদালতের বিচারক মার্ক ওয়াল রায়ে বলেন, নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত অবস্থায় ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে ডেভিড স্মিথ চুরি করে দূতাবাসের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন, যে তথ্যগুলো ছিল 'গোপনীয়'। পরে সেই তথ্য তিনি রাশিয়ার কাছে বিক্রি করেন।

বিচারক বলেন, ডেভিড স্মিথ অর্থের বিনিময়ে দূতাবাস ও এর কর্মীদের বিস্তারিত তথ্য দিয়ে যুক্তরাজ্যের স্বার্থের ক্ষতি করার চেষ্টা করেন।

আরও পড়ুন

×