ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গৃহহীনদের জন্য অস্থায়ী বাড়ি নির্মাণের ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

গৃহহীনদের জন্য অস্থায়ী বাড়ি নির্মাণের ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

তপন বকসি, মুম্বাই

প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২০ জুন ২০২৩ | ০৩:০৭

ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং সোমবার বিক্ষোভে উত্তাল বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি গৃহহীন মানুষের জন্য অস্থায়ী বাড়ি তৈরি করার কথা ঘোষণা করেন। একই সঙ্গে মণিপুরের বর্তমান পরিস্থিতিকে ‘দুঃখজনক’ বলেও অভিহিত করেছেন তিনি।

বীরেন সিং বলেন, অন্তত ৩ থেকে ৪ হাজার মানুষের থাকার জন্য অস্থায়ী বাড়ি তৈরি করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের পুরোনো আস্তানায় ফিরিয়ে দেওয়া হবে। সরকার বিপন্নদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

তিনি আরও বলেন, যতদিন না গৃহহীনদের পুরোনো আস্তানায় ফিরিয়ে দেওয়া যাচ্ছে, ততদিন ৩-৪ হাজার মানুষক অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য বাড়ি তৈরি হচ্ছে। আমি আশা করি, আগামী দু’মাসের মধ্যে সব রকম সুযোগ-সুবিধা দিতে পারব।

সমস্যা জর্জরিত মণিপুরের এই পরিস্থিতির সমাধানের পথ খোঁজার জন্য বীরেন সিং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সাহায্য চেয়েছেন।

অন্যদিকে জোরামথাঙ্গা গতকাল দুপুর সাড়ে ১২টায় বীরেন সিংয়ের সঙ্গে টেলিফোনে তাঁর কথা হওয়ার প্রসঙ্গটি সংবাদ মাধ্যমকে জানান।

গত মে মাসে মণিপুরের পাহাড় ও উপত্যকা অঞ্চলে কুকি ও মেইতে সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে এখন পর্যন্ত ১০০ জন প্রাণ হারিয়েছেন। গৃহহীন হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ।

শনিবার ও রোববার রাতেও মণিপুরের কাংপোকপি জেলার একটি অঞ্চলে দুটি সরকারি প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কুকিদের বিরুদ্ধে। আবার মণিপুর প্রশাসন সূত্রের খবর, কুকি অধ্যুষিত হেংজাং গ্রামেও রোববার মধ্যরাতে আগুন ধরিয়ে দেন অজ্ঞাত দুষ্কৃতরা।

রোববার ইম্ফল পশ্চিম জেলার চিংমাং গ্রামে টহল দেওয়ার সময়ই এক দল দুষ্কৃতির গুলিতে আহত হন ওই সেনাকর্মী। তাঁকে লেইমাখংয়ের সেনা হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন

×