সালতামামি
শিক্ষার্থীদের আয়োজনে ৩৬ স্মরণ

আয়োজনে ব্যস্ত শিক্ষার্থীরা ছবি :: তমাল সাহা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ২৩:২৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৬:৪৯
গত ১৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলা ‘৩৬’ শিরোনামে পাঠশালা ‘স্টুডেন্ট ফেস্টিভ্যাল ২০২৪’ আয়োজন করা হয়। এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট তার ২৬তম বর্ষপূর্তি উদযাপন করছে। দৃক পাঠ ভবনে শিক্ষার্থীদের আয়োজিত এ ফেস্টিভ্যালটি ২০২৪-এর গণঅভ্যুত্থানের কঠিন সময়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরার একটি প্রচেষ্টা। এটি প্রতিবাদী মানুষদের সেই সময়ের সাহসিকতাকে উদযাপনের একটি ভাষা, যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। প্রদর্শনীতে ২৪-এর গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি নিপুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়।
মূলত পুরো প্রদর্শনীটিতে গ্রাউন্ড ফ্লোরে গ্রাফিতি নিয়ে একটি কাজ প্রদর্শিত হয়েছে, যা আন্দোলনের সময়ের গ্রাফিতিগুলোকে স্মরণ করে। দ্বিতীয় তলায় পাঠশালার ২৬ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্রের সমন্বয়ে পুরোনো স্মৃতিকে স্মরণ করে প্রদর্শনী চলেছে। চতুর্থ তলায় একইভাবে মিক্সড মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের অবস্থান নিয়ে আন্দোলনের সময়ে ঘটা নানান ঘটনার পর্যালোচনামূলক বিশ্লেষনধর্মী প্রদর্শনী দেখানো হয়েছে। অষ্টম তলায় ‘গ্যালারি ৩৬’-এ বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের আন্দোলনে ধারণ করা আলোকচিত্রের সমন্বয়ে প্রদর্শনী হয়েছে। পুরো ফেস্টিভ্যালের বেশির ভাগ কাজই আলোকচিত্র মাধ্যমে করা হয়েছে। এছাড়াও মিক্সড মিডিয়া এবং ইন্টারেকটিভ ওয়ালের মতন কাজও প্রদর্শনীতে স্থান পেয়েছে।
বিশাল এক দেয়ালে জুলাই ও আগস্টের তারিখসংবলিত পত্রিকার কাটআউট চার ভাগে বিভক্ত করে ঝোলানো। পুলিশের হাস্যোজ্জ্বল গুলি করার দৃশ্য, টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ, ছাত্রদের লাশ নিয়ে মিছিল, আহতদের তুলে হাসপাতালে নেওয়ার ছবি যেন এক মুহূর্তের মধ্যে নিয়ে যায় সেই দিনগুলোতে।
রক্তের লাল রঙের সুতো দিয়ে পুরো ৩৬ দিনকে গেঁথে একসঙ্গে জোড়া লাগানো হয়েছে। সেখানে লেখা, ‘তুমি কে? আমি কে?’, ‘উত্তরায় নিহত ৯২ জন’, কাটআউটে রিকশাচালকের স্যালুটের দৃশ্য, রাজপথে মানুষের ঢলের ছোট্ট ছোট্ট স্মৃতি জোড়া দেওয়া একটা কাটআউট। সামনে দাঁড়িয়ে দেখছিলেন মধ্য বয়স্ক আহসান উদ্দিন। তিনি বলেন, ‘আমার তখনও কিছু বলার ছিল না, করার ছিল না। এখনও নাই। আমার বাসা উত্তরা। ঠিক মেইন রোডের পাশে। আমি দেখেছি, কী হয়েছে।’
অন্য একটি দেয়ালে আবু সাঈদ থেকে শুরু করে ছোট্ট রিয়ামণি পর্যন্ত ৪৪ জনের হাস্যোজ্জ্বল ছবি টানানো। যাদের কেউই আর বেঁচে নেই। যাদের জীবন শুরু হবার আগেই শেষ হয়ে গেছে। সেই শহীদরা স্মৃতি হয়ে আছেন ‘গ্যালারি ৩৬’-এ।
- বিষয় :
- গণঅভ্যুত্থান
- ফটোগ্রাফি
- আন্দোলন