গান, কবিতা ও কথামালায় নজরুল বন্দনা

পটিয়ার প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নজরুল স্মরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে একদল খুদে শিল্পী -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ২২:৫৩
গান, নাচ, কবিতায় জাতীয় কবিকে স্মরণ করল পটিয়ার প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি। সঙ্গে ছিল নজরুলের জীবন ও কর্ম নিয়ে সুন্দর আলোচনা।
শুক্রবার একাডেমি মিলনায়তনে শিক্ষার্থী এঞ্জেলিনা বড়ুয়া ও সৃষ্টি চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। আলোচনায় অংশ নেন পটিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরত দাশ, আবৃত্তিশিল্পী শিমুল নন্দী, সংগীতশিল্পী প্রমোদ দাশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক রিদোয়ানুল হক, প্রত্যয়ের নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশ, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির পটিয়া উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম সোহেল, শিল্পী সৌমির দে, শিবু মল্লিক, নৃত্যশিল্পী নীহারিকা পাল ও হৈমন্তী দে।
অধ্যাপক ভগীরত দাশ বলেন, ‘নজরুলকে চিন্তা করতে হবে সাম্যের কবি হিসেবে, প্রগতির কবি হিসেবে। তখন তিনি সাম্য, জাগরণ ও প্রগতির ধারক হিসেবে আমাদের কাছে আসবেন। তিনি সম্প্রীতি, সংস্কৃতি, সাম্য ও স্বাধীনতার বার্তা বহন করে গেছেন।’
শিমুল নন্দী বলেন, ‘নজরুল ইসলাম সাম্য ও দ্রোহের মাধ্যমে বাঙালির জাগরণ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সৃষ্টি ও কর্ম দিয়ে বাঙালি ও বাংলা ভাষাকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছেন।’
আবদুল্লাহ ফারুক রবি বলেন, ‘নজরুলের চেতনা মানুষকে বরাবরই আলোর পথ দেখিয়ে যাবে। নজরুলের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। স্কুল-কলেজে নজরুলের গান গাইতে ও পরিবারের সন্তানদের তাদের লেখা বই পড়তে উৎসাহিত করতে হবে।’
কথামালা শেষে একক আবৃত্তি করেন শিমুল নন্দী, এঞ্জেলিনা বড়ুয়া, দিব্যকুমার চক্রবর্তী, তানভিন জাহান তানহা, আফিয়া মোবাশ্বিরা, প্রান্ত বড়ুয়া, সত্যম দাশ, প্রসূন চৌধুরী, কাজী তাহিয়া মেহজাবিন, নাবিহা শরীফ সানজা, সৃষ্টি
চক্রবর্তী। একক সঙ্গীত পরিবেশন করেন প্রমোদ দাশ, শিবু মল্লিক, সৌমির দে, দীপা দাশ, শ্রাবন্তী চৌধুরী। একক নৃত্যে ছিলেন নীহারিকা পাল, অদ্রিতা বড়ুয়া,অংকনা বড়ুয়া,শাইনি মুখার্জি তনু, আনিকা হক। দলীয় গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা। দলীয় সঙ্গীত পরিবেশন করে সুরালয় সাংস্কৃতিক একাডেমি।
- বিষয় :
- উৎসব পালন