ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পত্রিকার এজেন্ট ও বিক্রেতারা পেলেন উপহার

পত্রিকার এজেন্ট ও  বিক্রেতারা পেলেন উপহার

পত্রিকার এজেন্ট ও বিতরণকারীদের ঈদ উপহার তুলে দেন অতিথি ও সুহৃদরা

গোবিন্দ আচার্য্য 

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ০০:১৪

সাভারে পত্রিকার এজেন্ট ও বিতরণকারীদের ঈদ উপহার তুলে দেন সুহৃদরা। ২৫ মার্চ বিকেলে পৌর এলাকার গেন্ডার সীমা জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত ইফতার শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পত্রিকার হকারদের হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। সুহৃদ সমাবেশের সাভার ইউনিটের সাধারণ সম্পাদক ও এ্যাবাক স্কুলের অধ্যক্ষ হাসনাইন জিসান বলেন, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে এগিয়ে চলা দৈনিক সমকাল ২০ বছর অতিক্রম করছে। বর্তমান সময়ে এটি বাংলাদেশের একটি মানসম্মত পত্রিকা। সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ দেশজুড়ে মানুষের জন্য ভালো কাজ করে আসছে। পাঠকের হাতে সমকাল পত্রিকা বেশি বেশি তুলে দেওয়ার জন্য পত্রিকার এজেন্ট ও হকারদের প্রতি অনুরোধ করেন তিনি। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী মোহাম্মদ দানেশ ঢালী, আলমগীর হোসেন, সুহৃদ সমন্বয়ক ও সমকাল সাভারের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য্য, হকার সমিতির এজেন্ট বাদশা মিয়া, কামাল হোসেনসহ সাভারের সুহৃদরা। মতবিনিময় সভা শেষে পত্রিকার হকারদের হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়। ইতিবাচক আলোচনা ও উপহারসামগ্রী পেয়ে উপস্থিত এজেন্ট ও বিতরণকারীরা আনন্দ প্রকাশ করেন। সংক্ষিপ্ত সভায় নবগঠিত কমিটির সদস্যদের কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নের প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, সাভার 
 

আরও পড়ুন

×