ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এটিএমে লেনদেন চার বছরে দ্বিগুণ

এটিএমে লেনদেন চার বছরে দ্বিগুণ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ২৩:৪৩ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ১০:৫৯

অটোমেটেড ট্রেলার মেশিন (এটিএম) বুথগুলো যেন এখন দৈনন্দিন জীবনযাপনের অংশ হয়ে উঠেছে। ব্যাংকের লেনদেন সহজ করেছে এটিএম। দিনের যে কোনো সময় ব্যাংকের কার্ড ব্যবহার করে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাড়ির কাছের কোনো এটিএম বুথ থেকেই খুব সহজে ওঠানো যাচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকা।

বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত চার বছরে এটিএমের মাধ্যমে লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২০ সালের জানুয়ারি মাসে এটিএমের মাধ্যমে প্রায় ১৪ হাজার ৮৩০ কোটি টাকার লেনদেন হয়। ২০২৪ সালের জানুয়ারি মাসে তা বেড়ে হয়েছে ২৯ হাজার ৫০০ কোটি টাকা। মূলত কভিড-১৯ অতিমারি শুরু হওয়ার পর থেকে এটিএমের লেনদেন আগের তুলনায় আরও বেশি গতি পেয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আগে ২০১৯ সালের নভেম্বর মাসে এটিএমে লেনদেনের পরিমাণ ছিল ১৩ হাজার ৩১০ কোটি টাকা। পরের মাসে ডিসেম্বরে আরও বেড়ে হয় ১৪ হাজার ৭০৪ কোটি টাকার মতো।

মাসওয়ারি লেনদেন বিশ্লেষণ করে দেখা যায়, বছরের বিভিন্ন মাসে এটিএমে লেনদেনের পরিমাণ উঠানামা করে থাকে। যেমন, ২০২৩ সালে এটিএমে সর্বনিম্ন লেনদেন হয় সেপ্টেম্বর মাসে। সেটি ছিল ২৫ হাজার ৬৭ কোটি টাকা। সর্বোচ্চ লেনদেন হয় এপ্রিল মাসে। মাসটিতে এটিএম বুথে লেনদেন হয় ৩৪ হাজার ৫০৫ কোটি টাকা।

এদিকে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমেও লেনদেনের পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই মেশিনে ব্যাংকের কার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের কেনাকাটা করে থাকেন গ্রাহকরা। কেনাকাটার ক্ষেত্রে নগদ অর্থ প্রদানের পরিবর্তে পিওএস মেশিনে কার্ডের মাধ্যমে পরিশোধ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেক মানুষ।  গত জানুয়ারি মাসে পিওএস মেশিনের মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ১৩৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬২১ কোটি টাকা।

আরও পড়ুন

×