টেস্ট অলরাউন্ডারদের সিংহাসনে জাদেজা

রবীন্দ্র জাদেজা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২২ | ০৩:৩৩ | আপডেট: ০৯ মার্চ ২০২২ | ০৩:৩৩
মোহালি টেস্টে ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের ইনিংসের পর বল হাতে ৯ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে এমন নজরকাড়া পারফরম্যান্সের পুরষ্কার হাতেনাতে পেলেন রবীন্দ্র জাদেজা। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এলেন জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের সিংহাসনে এখন জাদেজা। এই তালিকায় তিন নম্বরে আছেন রবীচন্দ্রন অশ্বিন।
এছাড়া মোহালি টেস্টে দুর্দান্ত ব্যাটিং করা ঋষভ পন্থ ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সেরা দশে ঢুকে পড়লেন। টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশজনের মধ্যে এখন তিনজন ভারতীয়- বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ।
ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান মার্নস লাবুশানে। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স।
- বিষয় :
- আইসিসি
- রবীন্দ্র জাদেজা
- র্যাংকিং
- টেস্ট
- মোহালি টেস্ট