ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সেমিতে হেরে দ্রাবিড়ের অজুহাত

সেমিতে হেরে দ্রাবিড়ের অজুহাত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ | ১০:৪৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ১০:৪৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর নানা প্রশ্ন উঠছে ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে। চলছে ক্রিকেটারদের পারফরম্যান্সের কাটাছেঁড়া। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হারের পর সাংবাদিকদের মুখোমুখি হন কোচ রাহুল দ্রাবিড়।  

দ্রাবিড় স্বীকার করেছেন যে, ইংল্যান্ডের সামনে দাঁড়াতে পারেননি রোহিত শর্মারা। তবে পিচ নিয়ে অজুহাত দিতেও ছাড়েননি ভারতীয় দলের কোচ। তিনি দাবি করলেন, ম্যাচের শুরুর দিকে পিচ কিছুটা স্লো ছিল, উঁচু-নীচু হয়ে আসছিল বল।

যদিও ইংলিশ বোলারদের প্রশংসা করতেও কার্পণ্য করেননি দ্রাবিড়। তিনি বলেন, 'ছেলেরা বলছিল যে খেলা যখন শুরু হয়েছিল, তখন পিচ কিছুটা স্লো ছিল। সেটার পরেও বলতে হবে যে ওরা দারুণ বল করেছে। ওরা শুরুর দিকে দারুণ খেলেছে। ভালো জায়গায় বল রেখেছে। আমাদের খোলস ছেড়ে বেরোতে দেয়নি।'

দ্রাবিড় বলেন, 'আমাদের মনে হয়েছিল, ১৫ ওভারের মাথায় আমাদের ১৫-২০ রান কম ছিল। আমাদের শেষ পাঁচ ওভার দারুণ হয়েছিল। হার্দিক দুর্দান্ত খেলেছে।'

সেমিফাইনাল থেকে বিদায় নিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সার্বিক পারফরম্যান্সে খুশি ভারতীয় দলের কোচ। তিনি বলেছেন, 'এই প্রতিযোগিতায় আমাদের পারফরম্যান্স খুব খারাপ হয়নি। একাধিক ক্রিকেটার তাদের দক্ষতার নিদর্শন রেখেছে। সকলেই দেখেছে ওরা কী করতে পারে। একটা দিন আমাদের খারাপ গেল। টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম হয়। সেমিফাইনালে এই হার অবশ্যই অত্যন্ত হতাশার। আমরা পারফরম্যান্সের পর্যালোচনা করব। খতিয়ে দেখতে হবে কোথায় কোথায় উন্নতি দরকার। সে ভাবেই এগিয়ে যেতে হবে আমাদের।'

আরও পড়ুন

×