ডেম্বেলে পিএসজি যাচ্ছেন, জানালেন জাভি

বার্সা ছেড়ে পিএসজি যাচ্ছেন উসমান ডেম্বেলে। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ০৯:৩৮ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ০৯:৩৮
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ছেন। ওই জায়গা পূরণ করতে প্যারিসে যাচ্ছেন উসমান ডেম্বেলে। ক্যাম্প ন্যু ছেড়ে পার্ক দেস প্রিন্সেকে যেতে সম্মত হয়েছেন তিনি। বুধবার এসি মিলানের বিপক্ষে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ ছিল বার্সার। ডেম্বেলেকে ওই ম্যাচে খেলানো হয়নি।
ম্যাচ শেষে অবধারিতভাবে বার্সা কোচ জাভির কাছে ডেম্বেলের বিষয়ে প্রশ্ন উঠেছে। জাভি সোজাসাপ্টা জবাব দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, ডেম্বেলে বার্সা ছাড়তে চান, এটা তার ব্যক্তিগত বিষয়। কেউ ক্লাব ছাড়তে চাইলে বার্সা তাকে আটকাবে না।
জাভি বলেছেন, ‘আমি ডেম্বেলেকে জিজ্ঞেস করেছিলাম, পিএসজি যেতে চাওয়ার প্রকৃত কারণ কী। কারণ এখানে সে আনন্দেই ছিল। আমার প্রশ্নের কোন পরিষ্কার উত্তর সে দেয়নি। সম্ভবত এটা কোন ব্যক্তিগত কারণ।’
জাভি নিশ্চিত করে দিয়েছেন যে, বার্সা খেলোয়াড়ের চেয়ে অনেক বড়, ‘খেলোয়াড়রা যাবে-আসবে, বার্সা থেকে যাবে। কেউ নিজ ইচ্ছায় যেতে চাইলে আমরা তাকে আটকাবো না। আমি তার সঙ্গে কথা বলেছি, সে পিএসজি চলে যাচ্ছে।’
ডেম্বেলের সঙ্গে বার্সার চুক্তিতে একটি শর্ত আছে। ৩১ জুলাইয়ের মধ্যে তাকে কেউ কিনলে রিলিজ ক্লজ হবে ৫০ মিলিয়ন ইউরো। ওই অপশন ৫ আগস্ট পর্যন্ত বেড়েছে। ডেম্বেলে এর মধ্যে প্যারিসের ক্লাবে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। তাকে বিক্রির টাকায় একজন রাইট ব্যাক কেনার পরিকল্পনা করছে বার্সা।