ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হালান্ডকে বেঞ্চে বসানো সম্ভব ফোডেনকে নয়! 

হালান্ডকে বেঞ্চে বসানো সম্ভব ফোডেনকে নয়! 

ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক হিরো ফোডেনের গোল উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ১০:০৯ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ | ১২:২৮

আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠ ইত্তিহাদে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে খুঁজে পাওয়া যায়নি। ম্যানচেস্টার সিটি তারকাকে পকেটে ভরে রেখেছিলেন গানার ডিফেন্ডার গ্যাব্রিয়েল গাঘালহায়েস। অ্যাস্টন ভিলার বিপক্ষে ওই হালান্ডকে বেঞ্চে বসিয়ে দেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা। যদিও বিশ্রামই মূল কারণ। 

হালান্ডকে বেঞ্চ করানোর বিলাসিতা গার্দিওলা দেখাতে পারেন। কিন্তু চলতি মৌসুমে ম্যানসিটির সেরা তারকা ফিল ফোডেনকে নয়! ঘরের মাঠে বুধবার রাতের ম্যাচে হ্যাটট্রিক করে বাঁ-পায়ের এই জাদুকর সেটাই বুঝিয়ে দিয়েছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাস্টন ভিলার বিপক্ষে এদিন ৪-১ গোলের বড় জয় পেয়েছে ম্যানসিটি। 

ম্যাচের ১১ মিনিটে ঘরের মাঠে লিড নেয় ম্যানসিটি। মিডফিল্ডে ডি ব্রুইনার অনুপস্থিতিতে গুরু দায়িত্ব পাওয়া রদ্রি দলকে লিড এনে দেন। ২০ মিনিটে কর্নার কিক থেকে ঝোন দুরান ওই গোল শোধ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি কিক থেকে গোল করে ২-১ গোলের লিড নিয়ে দলের প্রথমার্ধ শেষ করেন ফোডেন। 

ম্যাচের ৬২ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন ইংলিশ ফরোয়ার্ড ফোডেন। বক্সের মুখ থেকে তার বাঁ-পায়ের গড়ানো শট ফেরানোর কোন উপায় পাননি অ্যাস্টন ভিলা গোলরক্ষক। ৬৯ মিনিটে উনাই এমেরির পরিকল্পনায় শেষ পেরেক ঠুকে দেন চলতি মৌসুমে ১৪ লিগ গোল করা ২৩ বছর বয়সী ফোডেন। 

মৌসুমে দ্বিতীয় হ্যাটট্রিক করা ফোডেন ইউরোপের শীর্ষ লিগের এলিট ক্লাবে প্রবেশ করেছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অন্তত ২০ গোল করেছেন ও ১০ গোল করিয়েছেন এমন চার ইংলিশ ফুটবলারের একজন তিনি। তার আগে ওই কীর্তি গড়েছেন বায়ার্নের হ্যারি কেন, রিয়ালের জুড বেলিংহাম ও অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস। 

আরও পড়ুন

×