ফিরছেন সূর্যকুমার, এবার কি ফিরবে মুম্বাই?

মুম্বাই ক্যাম্পে ফিরছেন সূর্যকুমার যাদব। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ১৪:০০
হার্ডিক পান্ডিয়ার ঘরে ফেরা সুখকর হয়নি। তার নেতৃত্বে তিন ম্যাচেই হেরেছে দলটি। দশ দলের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স আছে দশ নম্বরে। ইনজুরি কাটিয়ে দলে যোগ দিতে যাওয়া টি-২০’র সেরা ব্যাটার সূর্যকুমার যাদব কি ওই অবস্থা থেকে মুম্বাইকে উদ্ধার করতে পারবেন?
উত্তরের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানতে পেরেছে, ৫ এপ্রিল মুম্বাই ক্যাম্পে যোগ দেবেন সূর্যকুমার। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেম থেকে ইনজুরি মুক্ত হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।
গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে গোড়ালির ইনজুরিতে পড়েন হার্ডিক পান্ডিয়া। তার আগে সংক্ষিপ্ত সংস্করণে এক সেঞ্চুরি করেছিলেন টি-২০ র্যাঙ্কিংয়ের সেরা এই ব্যাটার। এরপর তার স্পোর্টস হার্নিয়া (খেলতে গেলে পেটে ব্যথা) ধরা পড়ে।
যে কারণে তাকে দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। মুম্বাই আগামী ৭ এপ্রিল দিল্লির বিপক্ষে ম্যাচ খেলবে। নেটে সূর্যের পারফরম্যান্স দেখেই মুম্বাই ম্যানেজমেন্ট তাকে খেলানো বা না খেলানোর সিদ্ধান্ত নেবে।