শিরোপা নিয়ে দেশে ফিরলেন রোহিতরা

শিরোপা নিয়ে দেশে ফিরলেন রোহিতরা। ছবি: হিন্দুস্তান টাইমস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১০:৫৫ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ১১:২৫
বিদেশের মাটিতে বিশ্বকাপ জয়। পরের মাঠে প্রবাসী ভক্তদের সামনে বিশ্বকাপ উদযাপন কতটাই বা জমে। রোহিত-বিরাটরা তাই শিরোপা নিয়ে দেশে ফিরতে মুখিয়ে ছিলেন নিশ্চিতভাবেই। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে ফেরা তো দূরে যাক বারবাজোডে আটকা পড়েছিলেন তারা।
ওই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যবস্থা করা বিশেষ বিমানে বৃহস্পতিবার সকালে শিরোপা নিয়ে দেশে ফিরেছেন রোহিত শর্মা, সূর্যকুমার, বিরাট, হার্ডিক পান্ডিয়ারা।
বিমান থেকে নেমেই বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা হাতে থাকা রূপালি ট্রফিটা উচিয়ে ধরেন। যেন এই মুহূর্তের জন্যই ছিল কত অপেক্ষা। এবার ভক্তদের সঙ্গে শিরোপা নিয়ে ভারতীয় ক্রিকেটারদের উদযাপনের পালা।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দিল্লি পৌঁছেছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, কোচিং স্টাফ ও তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
বিশ্বকাপ জয়ী ভারতীয় দল প্রধানমন্ত্রীর সংবর্ধনা নিয়ে বিশেষ বিমানে চলে যাবেন মুম্বাই। সেখান থেকে তাদের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ’র হাতে ট্রফি তুলে দেবেন রোহিত। এরপর ব্যস্ত মুম্বাইয়ের এক কিলোমিটার রাস্তায় হুড খোলা বাসে ভক্তদের স্লোগানে, উল্লাস আর ভালোবাসায় সিক্ত হবেন ভারতীয় ক্রিকেটাররা।
- বিষয় :
- টি-২০ বিশ্বকাপ
- রোহিত শর্মা