ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ায় হতাশ আইসিসি

বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ায় হতাশ আইসিসি

নারীদের টি-২০ বিশ্বকাপের শিরোপা। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ২২:১৫

অক্টোবরে বসবে নারীদের টি-২০ বিশ্বকাপের  আসর। বাংলাদেশে টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আইসিসি টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে। বাংলাদেশে আসরটি না হওয়ায় হতাশ বলে জানিয়েছে আইসিসি। 

বিসিবি দেশে বিশ্বকাপটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছে। আইসিসির কাছে অতিরিক্ত সময়ও চেয়েছিল বোর্ড। দেশে দশ বছর পর বিশ্বকাপ আয়োজন করতে অন্তবর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর কাছে নিরাপত্তা সহায়তাও চেয়েছিল। নিরাপত্তা বিষয়ে বোর্ড ইতিবাচক সাড়াও পেয়েছিল। কিন্তু বেশ কিছু দেশ বাংলাদেশে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ায় আসরটি শেষ পর্যন্ত সরে গেছে। 

বিশ্বকাপ আয়োজনে বিসিবির আগ্রহ ও চেষ্টায় কোন ঘাটতি ছিল না। যে কারণে বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস, ‘বাংলাদেশে বিশ্বকাপটি না হওয়ায় আমরা হতাশ। আমরা জানি, বিসিবি আসরটি স্মরণীয় করে আয়োজন করতে চেয়েছিল।’ 

তিনি বলেন, ‘আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা দেশে বিশ্বকাপটি আয়োজনে সম্ভাব্য সব চেষ্টা করেছে। কিন্তু কিছু দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা এই মুহূর্তে বাংলাদেশ সফর সম্ভব নয় বলে মত দেন। তবে আসর আয়োজনের স্বত্ত্ব বিসিবির কাছেই থাকছে। নিকট ভবিষ্যতে বাংলাদেশে একটি বৈশ্বিক টুর্নামেন্ট দেখতে আমরা মুখিয়ে আছি।’ 

বাংলাদেশে আয়োজন সম্ভব না হলে নারীদের টি-২০ বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এর মধ্যে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েতে ২০২৬ সালের মধ্যে বৈশ্বিক ইভেন্ট আছে। যে কারণে টুর্নামেন্টটি আরব আমিরাতকে আয়োজনের সুযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×